সরিষাবাড়ীতে অবরোধের দিনভর ডাঃ মুরাদ হাসানের সমর্থকদের মহড়া যান চলাচল স্বাভাবিক...


আশরাফুল ইসলাম নিজেস্ব প্রতিনিধিঃ 

জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার অবরোধের প্রথমদিনে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও স্বাভাবিক ছিল অন্যান্য যান চলাচল। সকাল থেকে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্দেশে তার কর্মী-সমর্থকরা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। 

এদিকে আরামনগর বাজারে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে বিএনপি। এ খবরে মুরাদ সমর্থকরা লগি-বৈঠা নিয়ে মহড়া বের করলে বিএনপি দ্রুত মিছিল শেষ করে। 

উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে আরামনগর বাজার থেকে দিগপাইত উপশহর পর্যন্ত মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। পরে বাসস্ট্যান্ড চত্বরে তারা শান্তি সমাবেশে করে। 

এদিকে কয়েকটি স্থানে বিএনপির কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি। সার্বক্ষণিক পুলিশের নজরদারি আছে, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Popular posts from this blog

জেলহত্যা দিবসে আগুন-সন্ত্রাস প্রতিরোধের শপথ নিলেন ডা. মুরাদ

সরিষাবাড়ীতে দোয়া ও গ্রেনেড হামলার প্রতিবাদে ডাঃ মুরাদ হাসান এমপির বিক্ষোভ মিছিল...